চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৫ বিলিয়ন ডলার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:০৫ পিএম, ১২ আগস্ট ২০২৫
২০২৫-২৬ অর্থবছরের শেষে বাংলাদেশ থেকে পণ্য ও সেবা রপ্তানি ৬৩.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার (১২ আগস্ট) এ ঘোষণা দেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের লিখিত বিবৃতিতে জানানো হয়, সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে পণ্য রপ্তানিতে লক্ষ্য ছিল ৫০ বিলিয়ন ডলার, যার বিপরীতে অর্জিত হয়েছে ৪৮.২৮ বিলিয়ন ডলার লক্ষ্যের প্রায় ৯৭ শতাংশ। এটি আগের ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৮.৫৮ শতাংশ বেশি।
সেবা খাতে গত অর্থবছরে (জুলাই-এপ্রিল) রপ্তানি হয়েছে ৫.৭৭ বিলিয়ন ডলার, যা ৭.৫ বিলিয়ন ডলারের লক্ষ্যের তুলনায় কিছুটা কম হলেও গত বছরের একই সময়ের তুলনায় ৫.১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণে বিবেচনায় নেওয়া হয়েছে আগের বছরের প্রবৃদ্ধির ধারা, পণ্য ও বাজারের সম্প্রসারণ ও বহুমুখীকরণ, বিশ্ব বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, ভূ-রাজনৈতিক প্রভাব, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত।