যুক্তরাষ্ট্রের শুল্ক ১৫ শতাংশে আনার চেষ্টা করছি: বাণিজ্য উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:১৮ পিএম, ১২ আগস্ট ২০২৫
যুক্তরাষ্ট্রের ওপর বাংলাদেশের রপ্তানিতে আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে ১৫ শতাংশে আনার উদ্যোগ চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১২ আগস্ট) ২০২৫-২৬ অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভার পর তিনি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
শেখ বশিরউদ্দীন বলেন, "২০ শতাংশ কমিয়ে ১৫ শতাংশ করার জন্য সরকারের সব স্তর থেকে সম্মিলিত প্রচেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে আলোচনা এখনও চলছে। চূড়ান্ত চুক্তির আগে এই বিষয়টি হতে পারে।"
তিনি আরও যোগ করেন, "আমরা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, তাই আশাবাদী যে শুল্ক হ্রাস পেতে পারে। তবে এটা নিশ্চিত করে বলা যায় না, কারণ সিদ্ধান্তগ্রহণে যুক্তরাষ্ট্রের ভূমিকা বেশি প্রভাব ফেলে।"
অপরদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির সুনির্দিষ্ট কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
যদিও বাংলাদেশে রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হার ২০ শতাংশ ধার্য করা হয়েছে, তবে এখনো কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি) চুক্তির খসড়া প্রস্তুত করছে এবং আশা করা হচ্ছে, এ মাসের শেষের দিকে এ চুক্তি হতে পারে।