‘জিরো রিটার্ন’ দাখিল ফৌজদারি অপরাধ: এনবিআর’র সতর্কতা


‘জিরো রিটার্ন’ দাখিল ফৌজদারি অপরাধ: এনবিআর’র সতর্কতা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ‘জিরো রিটার্ন’ দাখিল ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুল ধারণা ও অপপ্রচারের বিরুদ্ধে নাগরিকদের সতর্ক করতে এই তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু সামাজিক মাধ্যম পোস্টে ‘জিরো রিটার্ন’ দাখিলের নামে রিটার্নের সব ঘর ‘শূন্য’ হিসেবে পূরণ করার ভুল ধারণা প্রচার করা হচ্ছে। এর প্রভাবে অনেক করদাতা তাদের আয়কর রিটার্নে আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত তথ্য অসত্যভাবে দাখিল করছেন।

এনবিআর জানিয়েছে, ‘আয়কর আইন, ২০২৩’-এর অধীনে ‘জিরো রিটার্ন’ নামে কোনো রিটার্ন দাখিলের বিধান নেই। একজন করদাতাকে অবশ্যই তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে প্রদর্শন করতে হবে। এসব তথ্য ‘শূন্য’ হিসেবে প্রদর্শন করা বা মিথ্যা তথ্য দেওয়া সম্পূর্ণ বেআইনি এবং এটি ফৌজদারি অপরাধ। আইনের ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে এর জন্য পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, একজন করদাতার প্রকৃত আয় করযোগ্য না হলেও তাকে সঠিক তথ্য উপস্থাপন করতে হবে। শূন্য বা ‘জিরো রিটার্ন’ দাখিলের কোনো সুযোগ আইন অনুযায়ী নেই।

জাতীয় রাজস্ব বোর্ড আশা প্রকাশ করেছে, সম্মানিত করদাতারা দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রকৃত তথ্য দিয়ে দেশের উন্নয়নে অংশ নেবেন এবং সামাজিক মাধ্যমে ছড়ানো ‘জিরো রিটার্ন’-এর ফাঁদে পা না দিয়ে নিজেদের কারাদণ্ড ও জরিমানা থেকে বাঁচাবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×