পুঁজিবাজার সংস্কারে কারিগরি সহায়তায় আগ্রহী এডিবি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৫৬ পিএম, ০৭ আগস্ট ২০২৫
বাংলাদেশের পুঁজিবাজারকে আধুনিক ও টেকসই করে গড়ে তুলতে কারিগরি সহায়তা দিতে আগ্রহ দেখিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। রাজধানীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে এক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করে সংস্থাটি।
বৃহস্পতিবার (৭ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, এডিবি-বাংলাদেশ আবাসিক মিশনের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট মনোহরী গুণাবর্ধেনা, সিনিয়র প্রজেক্ট অফিসার মোহাম্মদ রাশেদ আল হাসান, বিএসইসির পরিচালক মো. আবুল কালাম, যুগ্ম পরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মাওলা ও উপপরিচালক মোহাম্মদ আসিফ ইকবাল।
বৈঠক শেষে বিএসইসির মুখপাত্র আবুল কালাম জানান, আলোচনায় দেশের পুঁজিবাজার সংস্কার ও বিকাশে বিভিন্ন বিষয় উঠে আসে। এর মধ্যে রয়েছে—পুঁজিবাজারের আধুনিকায়ন, বিএসইসির নজরদারি ব্যবস্থা উন্নয়ন, ইআরপি সিস্টেম চালু, কোম্পানিগুলোর সুশাসন জোরদার, বন্ড বাজার ও টেকসই অর্থায়নের সম্প্রসারণ, ডেরিভেটিভস ও কমোডিটি এক্সচেঞ্জ চালুর প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের বিকল্প উৎস হিসেবে বাজারকে ব্যবহারের পরিকল্পনা।
সভায় বিএসইসি চেয়ারম্যান জানান, সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী নতুন মার্জিন রুলস, পাবলিক ইস্যু রুলস এবং মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী আইন প্রয়োগ কার্যক্রমও চলমান রয়েছে।
আবুল কালাম বলেন, "বৈঠকে দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়নে কারিগরি সহায়তা দিতে আগ্রহ দেখিয়েছে এডিবি।" বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে পুঁজিবাজার সংস্কার ও আধুনিকায়নে এডিবির সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে আশাবাদী সংস্থাটি।