জুলাইয়ে মূল্যস্ফীতি আবারও বেড়েছে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:৩৫ পিএম, ০৭ আগস্ট ২০২৫
জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী হয়েছে। খাদ্য ও খাদ্যবহির্ভূত—দুই খাতেই বেড়েছে ব্যয়ের চাপ, যা আগের মাস জুনের তুলনায় সামান্য বেশি।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে।
তথ্যমতে, জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ, যেখানে জুন মাসে এ হার ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ। অর্থাৎ এক মাসে মূল্যস্ফীতির হার বেড়েছে ০.০৭ শতাংশ।
খাদ্যপণ্যের দামও বেড়েছে। জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ, যা জুনে ছিল ৭ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ এক মাসে খাদ্যপণ্যের দাম ০.১৭ শতাংশ বেড়েছে।
এছাড়া খাদ্যবহির্ভূত খাতেও সামান্য বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। জুনে এই খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৭ শতাংশ, যা জুলাইয়ে বেড়ে ৯ দশমিক ৩৮ শতাংশে পৌঁছায়।
এদিকে অঞ্চলভেদে মূল্যস্ফীতির পার্থক্যও পরিলক্ষিত হয়েছে। গ্রামীণ এলাকায় জুলাইয়ে সামগ্রিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৫৫ শতাংশ, যেখানে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৩৬ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৩ শতাংশ।
অন্যদিকে, শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৫ শতাংশ। শহরে খাদ্য খাতে মূল্যস্ফীতি ৮ দশমিক ০৪ এবং খাদ্যবহির্ভূত খাতে ৯ দশমিক ৫৫ শতাংশ।