জুলাইয়ে আবারও মূল্যস্ফীতিতে ঊর্ধ্বগতি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:২০ পিএম, ০৭ আগস্ট ২০২৫
এক মাসের বিরতির পর আবারও ঊর্ধ্বমুখী হলো দেশের মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী, জুলাই মাসে আগের মাসের তুলনায় সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। এই সময় খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় ধরনের পণ্যের মূল্যস্ফীতিতেই ঊর্ধ্বগতি দেখা গেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত বিবিএস-এর ভোক্তা মূল্যসূচকের তথ্যে বলা হয়েছে, চলতি বছরের জুলাইয়ে দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ, যা জুন মাসে ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ০৭ শতাংশ।
জুলাইয়ে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ, যেখানে জুন মাসে এটি ছিল ৭ দশমিক ৩৯ শতাংশ। এক মাসে এই সূচকে শূন্য দশমিক ১৭ শতাংশ বৃদ্ধির চিত্র উঠে এসেছে।
খাদ্যবহির্ভূত পণ্যের ক্ষেত্রেও কিছুটা মূল্যবৃদ্ধি লক্ষ্য করা গেছে। জুন মাসে এই খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৭ শতাংশ, যা জুলাইয়ে বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ। যদিও এই বৃদ্ধির হার মাত্র শূন্য দশমিক ০১ শতাংশ।
আঞ্চলিকভাবে বিবেচনা করলে দেখা যায়, গ্রামীণ অঞ্চলে জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশে, যা আগের মাসের তুলনায় শূন্য দশমিক ০৯ শতাংশ বেশি। এই অঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৩৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৩ শতাংশ।
অন্যদিকে, শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি সামান্য বেড়ে হয়েছে ৮ দশমিক ৯৫ শতাংশ, যা জুনে ছিল ৮ দশমিক ৯৪ শতাংশ। এখানে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ০৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ৯ দশমিক ৫৫ শতাংশ।