অগ্রণী ব্যাংকে রক্তদান ও দেয়ালিকা ‘দ্রোহ’ প্রকাশ


অগ্রণী ব্যাংকে রক্তদান ও দেয়ালিকা ‘দ্রোহ’ প্রকাশ

১৯৭৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং দেয়ালিকা ‘দ্রোহ’ এর আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠান।

কোয়ান্টাম ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পিএলসি.'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, মো. আবুল বাশার, রূবানা পারভীন, বিভিন্ন মহাব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও দেয়ালিকা প্রকাশের পাশাপাশি অনুষ্ঠানে প্রদর্শিত হয় একটি স্থিরচিত্র প্রদর্শনী এবং একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি)।

স্থিরচিত্র প্রদর্শনীতে আলোকচিত্র সহযোগিতা করেন মো. কামাল পারভেজ। দেয়ালিকা ‘দ্রোহ’ সম্পাদনা করেন এমদাদুল হক রনি।

দেয়ালিকায় শুভেচ্ছা বাণী প্রদান করেন কল্যাণ সমিতির উপদেষ্টা আগা আজিজুল ইসলাম, সভাপতি গোলাম সারোয়ার এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। দেয়ালিকায় প্রকাশিত লেখাগুলো ছিল অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের নিজস্ব রচনা, যা ইতিহাস, চেতনা এবং ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের অনুভূতি তুলে ধরেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×