রূপালী ব্যাংকের র‍্যালি তারুণ্যের উৎসবে


রূপালী ব্যাংকের র‍্যালি তারুণ্যের উৎসবে

তারুণ্যের উচ্ছ্বাসে রঙ ছড়ালো রূপালী ব্যাংক। ২০২৫ সালের তারুণ্যের উৎসব উপলক্ষে বিশেষ র‍্যালির আয়োজন করে রাষ্ট্রায়ত্ত এই আর্থিক প্রতিষ্ঠান।

মঙ্গলবার, ৫ আগস্ট রাজধানীতে আয়োজিত এ র‍্যালিতে নেতৃত্ব দেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

নভোথিয়েটার থেকে শুরু হওয়া র‍্যালিটি বিজয় সরণি ঘুরে শেষ হয় মানিক মিয়া এভিনিউতে।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ-সহ প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা র‍্যালিতে অংশ নেন, উৎসবের আনন্দে শরিক হন সকলে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×