TakaPay-এর নামে ‘ভুয়া’ ওয়েবসাইট, সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক


TakaPay-এর নামে ‘ভুয়া’ ওয়েবসাইট, সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

জাতীয় কার্ড স্কিম ‘টাকাপে’ (TakaPay)–এর নামে চালু হওয়া একটি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই এই সাইট তৈরি করা হয়েছে এবং তাতে অবৈধভাবে ব্যবহার করা হয়েছে সরকারি লোগো ও ট্রেডমার্ক।

সোমবার (৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়,TakaPay নামের ওয়েবসাইটটি সাধারণ নাগরিকদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল ও জাতীয় পরিচয়পত্র নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য চেয়ে নিচ্ছে। অথচ এর সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা টাকাপে প্রকল্পের কোনো সম্পর্ক নেই।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, টাকাপে চালুর মূল উদ্দেশ্য হচ্ছে দেশের অভ্যন্তরীণ কার্ড লেনদেন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করা এবং বৈদেশিক মুদ্রার ওপর নির্ভরতা হ্রাস করা। বর্তমানে ১৫টি তফসিলি ব্যাংক তাদের গ্রাহকদের টাকাপে কার্ড দিচ্ছে, তবে এখন পর্যন্ত এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কোনো ওয়েবসাইট বা অ্যাপ নেই।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, উল্লিখিত ওয়েবসাইটটি অবৈধভাবে TakaPay ও NPSB লোগো ও ট্রেডমার্ক ব্যবহার করে ট্রেডমার্ক আইন, ২০০৯ লঙ্ঘন করেছে।

এছাড়া, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪ অনুসারে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া কেউ পেমেন্ট বা লেনদেন-সংশ্লিষ্ট কোনো সেবা চালাতে পারে না। এই ধরনের কাজকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।

বাংলাদেশ ব্যাংক জনসাধারণকে ভুয়া ওয়েবসাইটে কোনো তথ্য না দেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, এসব প্ল্যাটফর্মে তথ্য দিলে প্রতারণা ও আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে। সচেতন না হলে সাধারণ মানুষ বড় ধরনের হয়রানির শিকার হতে পারেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×