ভুল থাকলেও ইতিবাচক দিকগুলোও বিবেচনায় নিন: অর্থ উপদেষ্টা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:১৩ পিএম, ০৪ আগস্ট ২০২৫
সরকারের অর্থনৈতিক পদক্ষেপের সমালোচনা চললেও তার ভালো দিকগুলোকেও গুরুত্ব দিয়ে দেখতে আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ভুলত্রুটি থাকলেও এগুলোর পাশাপাশি ইতিবাচক দিকগুলো তুলে ধরা উচিত।
সোমবার, ৪ আগস্ট আয়োজিত এক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাস্তবায়নে আয়কর, মূসক এবং কাস্টমস সংক্রান্ত উদ্যোগ নিয়ে আলোচনা করতে এই সেমিনারের আয়োজন করা হয়।
আলোচনায় অর্থ উপদেষ্টা বলেন, "স্বীকার করি আমাদের অনেক ভুলত্রুটি আছে। তবে ভালো দিকগুলোর বিষয়ে একটু উৎসাহ দিলে ভালো লাগে।"
সরকারের বিভিন্ন উন্নয়ন ও সংস্কার কার্যক্রম নিয়ে তিনি বলেন, "সরকারের কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। একটু অন্তর দিয়ে দেখুন। শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলোও দেখতে হবে।"
তিনি আরও মন্তব্য করেন, "আমার অনেক জুনিয়র অর্থনীতিবিদ আছেন যারা শুধু সরকারের ভুল আর নেতিবাচক বিষয়গুলোই দেখেন। শুধু বলেন, এটা নেই, ওটা নেই। কিন্তু ভালো দিকগুলোর প্রতিও নজর দেয়া জরুরি।"
অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেন, "স্বীকার করি সরকারের ভুল আছে। সমালোচনা করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। এতে ভুল সংশোধন করা যাবে।"
এই বক্তব্যের মাধ্যমে ড. সালেহউদ্দিন আহমেদ সরকারের দুর্বলতা স্বীকারের পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি বাস্তবধর্মী এবং ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখার পরামর্শ দেন।