সব ব্যাংক কর্মকর্তাকে তারুণ্যের উৎসবে অংশগ্রহণ করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ


সব ব্যাংক কর্মকর্তাকে তারুণ্যের উৎসবে অংশগ্রহণ করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

'তারুণ্যের উৎসব ২০২৫' ঘিরে আয়োজিত শোভাযাত্রায় ব্যাংক কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার, ৪ আগস্ট, বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক পরিদর্শন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে প্রতিটি ব্যাংকে।

চিঠিতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে 'তারুণ্যের উৎসব ২০২৫' উদ্‌যাপন উপলক্ষে আগামী ৫ আগস্ট দুপুর ১টায় রাজধানীর তেজগাঁও এলাকায় নভোথিয়েটার-বিজয় সরণি সড়কে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এই আয়োজনে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও দপ্তরের অংশগ্রহণ থাকবে, যেখানে ব্যাংকগুলোর উপস্থিতিও বিশেষভাবে প্রত্যাশিত বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনা পাওয়ার পর বেশিরভাগ ব্যাংক ইতোমধ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শিরোনামে ব্যানার তৈরি করেছে এবং ঢাকা শহরের প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখার কর্মকর্তাদের ওই দিন উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।

এই উদ্যোগের লক্ষ্য শুধু তরুণদের সম্ভাবনা ও শক্তিকে উদ্‌যাপন করা নয়, বরং রাষ্ট্রীয় বিভিন্ন খাতের সমন্বিত অংশগ্রহণের একটি প্রতীকী উদাহরণও তৈরি করা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×