বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা বাণিজ্য আলোচনা শুরু হয়েছে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০১:২৪ এম, ৩০ জুলাই ২০২৫

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তৃতীয় দফার বাণিজ্য সংলাপ মঙ্গলবার (২৯ জুলাই) ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার সম্ভাবনা তৈরি করেছে।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও তিন দিনব্যাপী এই আলোচনায় অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার রাত ১০টায় সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, এ পর্যন্ত যে অগ্রগতি হয়েছে তার ভিত্তিতে বাংলাদেশ এ দফার আলোচনায় ইতিবাচক ফলাফলের আশা করছে।
এই আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা আরও সম্প্রসারিত হওয়ার আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।