সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন হোসেন খালেদ


সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন হোসেন খালেদ

সিটি ব্যাংকের শীর্ষ পদে পরিবর্তন এসেছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন হোসেন খালেদ। রোববার অনুষ্ঠিত বোর্ড সভায় তাকে এই পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

পূর্ববর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান আজিজ আল কায়সার।

নবনির্বাচিত চেয়ারম্যান হোসেন খালেদ বর্তমানে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এবং সিটি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক। তিনি গত সাত বছর ধরে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে তিনি পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন। এছাড়া, সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেড এবং সিটি হংকং লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন তিনি।

ব্যক্তিগতভাবে ব্যাংকটির সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক রয়েছে। তার পিতা, প্রয়াত আনোয়ার হোসেন, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং সিটি ব্যাংকের অন্যতম প্রধান উদ্যোক্তা পরিচালক ছিলেন। আনোয়ার হোসেন চার দফায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হোসেন খালেদ ব্যবসায় সংগঠনের ক্ষেত্রেও এক পরিচিত মুখ। তিনি চার মেয়াদে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের কো-চেয়ারম্যান এবং ইন্টারপ্রেনিয়ার্স অর্গানাইজেশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ইউনিভার্সিটি অব টোলেডো থেকে অ্যাকাউন্টিংয়ে বিবিএ ডিগ্রি এবং টেক্সাসের টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক ব্যাংকিংয়ে এমবিএ সম্পন্ন করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×