একনেক বৈঠকে অনুমোদন পেল ১২ প্রকল্প, আসছে ২০টি নতুন ফায়ার স্টেশন


একনেক বৈঠকে অনুমোদন পেল ১২ প্রকল্প, আসছে ২০টি নতুন ফায়ার স্টেশন

সরকার আগামী দিনে অগ্নিনিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ নিচ্ছে। আজ অনুষ্ঠিত একনেক সভায় মোট ১২টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে নতুন ও পুরনো মিলে ২০টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের পরিকল্পনা।

রবিবার, ২৭ জুলাই, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব প্রকল্প অনুমোদন পায়। পরিকল্পনা কমিশন প্রাঙ্গণে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ছয়টি নতুন প্রকল্প, চারটি সংশোধিত প্রকল্প এবং ব্যয় অপরিবর্তিত রেখে মেয়াদ বাড়ানো হয়েছে দুটি প্রকল্পের। সব মিলিয়ে এই ১২টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা আসবে সরকারি তহবিল থেকে, প্রকল্প ঋণ হিসেবে থাকবে ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা, এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন হবে ৫২ কোটি ৭২ লাখ টাকা।

সভা শেষে জানানো হয়, এই প্রকল্পগুলোর মধ্যে একটি বড় উদ্যোগ হলো "ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন" প্রকল্প, যার আওতায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ২০টি স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণ করা হবে। এই প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬৫০ কোটি ৯৬ লাখ টাকা। এটি বাস্তবায়ন করা হবে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন মাসের মধ্যে।

এ দিনের একনেক সভায় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×