চীন সফরে বাংলাদেশ প্রতিনিধি দল, টার্গেট বৈদেশিক বিনিয়োগ ও শিল্পখাত সম্প্রসারণ


চীন সফরে বাংলাদেশ প্রতিনিধি দল, টার্গেট বৈদেশিক বিনিয়োগ ও শিল্পখাত সম্প্রসারণ

বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (FDI) আকর্ষণে সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনের উদ্দেশে রওনা হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নেতৃত্বে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

প্রতিনিধি দলে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি অংশ নিয়েছেন এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও সিটি ব্যাংক এনএ’র কর্মকর্তারাও।

রোববার বিডার পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত সফরকালীন সময়ে প্রতিনিধি দল চীনের সাংহাই ও গুয়াংজু শহরে বিভিন্ন ব্যবসায়িক ও বিনিয়োগ সম্পর্কিত অনুষ্ঠানে অংশ নেবেন। এরই অংশ হিসেবে ২১ জুলাই সাংহাইয়ে বাংলাদেশ দূতাবাস ও বিডার যৌথ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে ইলেকট্রনিক্স, টেক্সটাইল, কৃষি ব্যবসা, বায়োটেকনোলজি, ওষুধ শিল্প এবং মেডিকেল যন্ত্রপাতি খাতের ১০০টিরও বেশি চীনা কোম্পানির উপস্থিতি আশা করা হচ্ছে।

বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, “চীন সফর নিয়ে যে উৎসাহ ও আগ্রহ আমরা দেখেছি, তা অত্যন্ত ইতিবাচক। আমরা চাই চীনা কোম্পানিগুলোর সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের পথ প্রশস্ত করতে। এতে আমরা সর্বোচ্চ তথ্য ও সহায়তা দিয়ে পাশে থাকব।”

বিডা আরও জানিয়েছে, এই সফরের লক্ষ্য শুধু তাৎক্ষণিক বিনিয়োগ আকর্ষণ নয়, বরং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্ব ও প্রযুক্তি সহযোগিতার মাধ্যমে রপ্তানি ও শিল্পখাত সম্প্রসারণ। সরকারের এই কৌশলগত পদক্ষেপ বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×