স্বপ্ন-তে মাত্র ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম!
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:২০ পিএম, ২০ জুলাই ২০২৫
বিশ্ব আইসক্রিম দিবস উপলক্ষে দেশজুড়ে ভোক্তাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে দেয় ‘স্বপ্ন’-এর বিশেষ আয়োজন ‘আনলিমিটেড আইসক্রিম ফেস্ট’।
রোববার (২০ জুলাই) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই ব্যতিক্রমী অফার চালু ছিল স্বপ্নের ৬০০টিরও বেশি আউটলেটে। মাত্র ১০০ টাকায় ৩ মিনিটে ক্রেতারা উপভোগ করেছেন ইচ্ছেমতো যত খুশি আইসক্রিম, তাও আবার পছন্দের ফ্লেভারে!
গ্রাহকরা আয়োজনে অংশ নিয়ে তাদের পছন্দ অনুযায়ী আইসক্রিম বেছে নিতে পেরে দারুণ আনন্দ প্রকাশ করেন। স্বপ্নের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের সৃজনশীল আয়োজন ক্রেতাদের জন্য শুধু আনন্দই নয়, বরং কেনাকাটার অভিজ্ঞতাকেও করে তোলে আরও আকর্ষণীয় ও স্মরণীয়।