ডিসিসিআই সংলাপ

বাজারে অস্থিরতার পেছনে কৃত্রিম সংকট, চাঁদাবাজি ও সমন্বয়হীনতা মূল কারণ


বাজারে অস্থিরতার পেছনে কৃত্রিম সংকট, চাঁদাবাজি ও সমন্বয়হীনতা মূল কারণ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিতিশীলতার মূল কারণ হিসেবে কৃত্রিম সংকট সৃষ্টি, নিম্নমানের পণ্য সরবরাহ, পরিবহনে চাঁদাবাজি, নিরাপত্তাহীনতা, আমদানি প্রক্রিয়ার জটিলতা, পর্যাপ্ত সংরক্ষণ সুবিধার অভাব এবং সুষ্ঠু প্রতিযোগিতার ঘাটতিকে চিহ্নিত করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও নীতিনির্ধারকরা।

শনিবার (১৯ জুলাই) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আয়োজনে ‘কার্যকর বাজার তদারকির মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ের স্বার্থ সুরক্ষা’ শীর্ষক এক অংশীজন সংলাপে বক্তারা এসব অভিমত তুলে ধরেন।

অনুষ্ঠানে ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব এইচ চৌধুরী উদ্বোধনী বক্তব্যে বলেন, বাজার ব্যবস্থায় অস্বচ্ছতা ও প্রশাসনিক দুর্বলতা ভোক্তা এবং সৎ ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি একটি সমন্বিত, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর বাজার তদারকি কাঠামো গঠনের আহ্বান জানান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, বাজার ব্যবস্থায় মধ্যস্বত্বভোগী ও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ছে। তিনি সৎ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান জানান, জনবল সীমাবদ্ধতার কারণে ৬৪ জেলার মধ্যে মাত্র ১৯টিতে কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে। তিনি কার্যকর বাজার তদারকির জন্য নীতিগত সমন্বয় ও আইনি কাঠামোর উন্নয়নের তাগিদ দেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ড. মোহাম্মদ শোয়েব বলেন, খাদ্যের মান রক্ষায় অভিযান পরিচালিত হলেও বাজার ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সমন্বয় বাড়াতে হবে।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার বলেন, বাজারে প্রতিযোগিতা না থাকায় মূল্যবৃদ্ধি ও অনিয়ম বাড়ছে। গবেষণা ও তথ্য-ভিত্তিক নীতিনির্ধারণের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

অন্যান্য বক্তারা বলেন, পর্যাপ্ত স্টোরেজ না থাকা, আমদানির জটিলতা, খুচরা পর্যায়ে অতিমুনাফা, সরকারি চিনিকল বন্ধ থাকা এবং পণ্যের সঠিক মূল্য নির্ধারণের অভাব বাজারে অস্থিরতা সৃষ্টি করছে।

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি, পোল্ট্রি ইন্ডাস্ট্রি, চিনি ও তেল ব্যবসায়ী সমিতি এবং সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও সংলাপে অংশ নেন।

সংলাপের সমাপ্তি বক্তব্যে ডিসিসিআই নেতারা বলেন, বাজার ব্যবস্থার টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি খাত ও ভোক্তাদের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। বক্তারা বাজার তদারকির জন্য একটি কেন্দ্রীয়, শক্তিশালী, ডিজিটাল এবং জবাবদিহিমূলক মনিটরিং সেল গঠনের সুপারিশ করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×