বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ঠেকাতে সাহসী ভূমিকার স্বীকৃতি পেল শ্রীলঙ্কার ব্যাংকের কর্মকর্তারা


বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ঠেকাতে সাহসী ভূমিকার স্বীকৃতি পেল শ্রীলঙ্কার ব্যাংকের কর্মকর্তারা

২০১৬ সালের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় একটি বড় অঙ্কের অর্থ পাচার ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রীলঙ্কার প্যান এশিয়া ব্যাংকিং করপোরেশনের (PABC) কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক ড. বাহারুল আলম, বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার, বাংলাদেশ ব্যাংকের চারজন ডেপুটি গভর্নর, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান এবং প্যান এশিয়া ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান স্বাগত বক্তব্যে বলেন, “২০১৬ সালের সাইবার আক্রমণের সময় শ্রীলঙ্কান ব্যাংক কর্মকর্তারা যে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন, তা আন্তর্জাতিক অর্থব্যবস্থায় আস্থার প্রতীক হয়ে উঠেছে। তাদের সতর্ক পদক্ষেপ বাংলাদেশকে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করেছে।”

পুলিশের মহাপরিদর্শক ড. বাহারুল আলম বলেন, এই সম্মাননা শুধু আনুষ্ঠানিকতার অংশ নয়— এটি সত্যকে মর্যাদা দেওয়ার একটি উদাহরণ। তিনি জানান, বাংলাদেশের তদন্তকারীদের পাশে থেকে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ শুরু থেকেই গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগেই এই পুরস্কার অনুষ্ঠান আয়োজন সম্ভব হয়েছে।

সমাপনী বক্তব্যে গভর্নর ড. মনসুর বলেন, “এই সম্মাননা শুধু কৃতজ্ঞতার প্রকাশ নয়; এটি সততা, আন্তঃদেশীয় সহযোগিতা এবং দায়িত্ববোধের প্রতীক। প্যান এশিয়া ব্যাংকের সৎ ও সাহসী সিদ্ধান্ত গোটা ব্যাংকিং খাতের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হয়েছে।”

অনুষ্ঠানে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সম্পর্ক, সাইবার নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা এবং আর্থিক খাতের চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় হয়। একটি মাল্টিমিডিয়া উপস্থাপনায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, প্রাকৃতিক সৌন্দর্য ও আন্তর্জাতিক শান্তিরক্ষায় ভূমিকা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষে উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যতে আর্থিক অপরাধ প্রতিরোধ, প্রযুক্তিনির্ভর তদারকি এবং আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×