ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:৪০ পিএম, ১৭ জুলাই ২০২৫
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি ব্যাংকের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
গত ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। ওই সময় সাবেক সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। তার নিয়োগে বাংলাদেশ ব্যাংকের এক ডেপুটি গভর্নরের সুপারিশ ছিল।
তবে দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে আসে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ তাকে তলব করেন এবং পদত্যাগের পরামর্শ দেন।
বিশ্বস্ত সূত্রগুলো জানায়, ওবায়েদ উল্লাহ পদে টিকে থাকার জন্য বিভিন্ন মহলে চেষ্টা চালিয়েছেন। এর মধ্যেই ১৫ জুলাই তার এবং পরিবারের ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এরপর ১৬ জুলাই ব্যাংকে অভিযান চালিয়ে ব্যাংক থেকে গ্রহণ করা সুবিধা ও অনিয়ম সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করা হয়।
বিশেষভাবে নজরে আসে তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর। জানা গেছে, তিনি এক মাসের সফরে বোর্ড বা বাংলাদেশ ব্যাংককে আনুষ্ঠানিকভাবে কিছু না জানিয়েই যুক্তরাষ্ট্র যান। কেবল মৌখিকভাবে জানানো হয় যে, একটি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে বোর্ড মেমো বা আমন্ত্রণপত্র ছাড়াই এ ধরনের সফরকে কেন্দ্রীয় ব্যাংক অনৈতিক বলে মনে করছে।
ইতোমধ্যে নতুন চেয়ারম্যান হিসেবে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে।