যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক আলোচনার তৃতীয় দফার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ


যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক আলোচনার তৃতীয় দফার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক বিষয়ে তৃতীয় দফার আলোচনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সোমবার (১৪ জুলাই) দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আলোচনার সময়সূচি নির্ধারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র যৌক্তিকভাবে শুল্ক নির্ধারণ করবে এবং বাংলাদেশও দক্ষতা ও প্রস্তুতির মাধ্যমে মার্কিন বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে পারবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গোপনীয়তা চুক্তি রয়েছে, যার ফলে আলোচনার বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, পাল্টা শুল্ক বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এজন্য সরকার সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। তিনি বলেন, “আমরা অংশীজনদের সঙ্গে ইতোমধ্যে মতবিনিময় করেছি এবং প্রয়োজনীয় প্রস্তুতিও রয়েছে।”

উল্লেখ্য, চলতি বছরের ২ এপ্রিল যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি দেশের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করে। এর ফলে বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি হলে ৯ জুলাই পর্যন্ত তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দ্বিপাক্ষিক চুক্তি করার চেষ্টা করছে। এ লক্ষ্যে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ওয়াশিংটনে ইউএসটিআর–এর সঙ্গে একাধিক বৈঠক করেছে। তবে এখনো সব বিষয়ে পূর্ণ সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

এর আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন একটি পরামর্শ সভায় দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিল্প-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এতে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম পারভেজ, এপেক্স ফুটওয়্যারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর, সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ, র‌্যাপিড চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক, ট্যারিফ কমিশনের সাবেক সদস্য মোস্তফা আবিদ খান এবং এফবিসিসিআই প্রশাসক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×