দুদক কর্মকর্তার পরিচয়ে প্রতারণা: সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক


দুদক কর্মকর্তার পরিচয়ে প্রতারণা: সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়তে থাকায় দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, কেউ যদি দুদকের চেয়ারম্যান, কমিশনার কিংবা কর্মকর্তার নাম ভাঙিয়ে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে, তবে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়ে ব্যবস্থা নিতে হবে।

সোমবার (১৪ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়। এতে জানানো হয়, প্রতারকরা ফোন বা সরাসরি গিয়ে নিজেদের দুদক কর্মকর্তা দাবি করে গ্রেপ্তার, মামলা বা তদন্তের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। এ ধরনের প্রতারণা সরকারের নজরে এসেছে এবং এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, তারা যেন আগে থেকেই সতর্ক থাকে এবং সন্দেহজনক কেউ এমন আচরণ করলে তা দ্রুত প্রশাসন ও পুলিশের জ্ঞাতার্থে আনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

সম্প্রতি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ দুদকের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবি করার অভিযোগ তোলার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরপর দুদকের অনুসন্ধানে চার প্রতারককে গ্রেপ্তার করা হয়, যারা নিজেদের দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে মামলার নিষ্পত্তির নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×