চুক্তিভিত্তিক বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিতে ইউআরসি অনুসরণ বাধ্যতামূলক: বাংলাদেশ ব্যাংক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:১৩ পিএম, ১৩ জুলাই ২০২৫
বিক্রয়-চুক্তির ভিত্তিতে আমদানি ও রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালা মেনে চলার বাধ্যবাধকতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। বিশেষভাবে ডকুমেন্টারি কালেকশন পদ্ধতিতে লেনদেন হলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত "ইউনিফর্ম রুলস ফর কালেকশন (ইউআরসি)" অনুসরণ বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।
রোববার (১৩ জুলাই) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, অনুমোদিত তিনটি লেনদেন পদ্ধতি অগ্রিম অর্থপ্রদান, ডকুমেন্টারি কালেকশন এবং ওপেন অ্যাকাউন্ট ব্যবহার করে বাণিজ্যিক লেনদেন সম্পন্ন করা যাবে। তবে প্রতিটি ক্ষেত্রে অবশ্যই দেশের বিদ্যমান আমদানি-রপ্তানি নীতিমালা এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার নিয়ম অনুসরণ করতে হবে।
বর্তমানে বেশিরভাগ বাণিজ্যিক লেনদেনে ব্যাংকগুলো এলসি (লেটার অব ক্রেডিট)-ভিত্তিক লেনদেন করে, যেখানে ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস (ইউসিপি) নিয়ম অনুসরণ করা হয়। এবার বিকল্প পদ্ধতির ক্ষেত্রেও আন্তর্জাতিক নির্দেশিকা মেনে চলার বিষয়টি স্পষ্ট করে দিল বাংলাদেশ ব্যাংক।
ডকুমেন্টারি কালেকশন পদ্ধতিতে রপ্তানিকারকের ব্যাংক আমদানিকারকের ব্যাংকের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র পাঠায়, যা নির্দিষ্ট শর্তে অর্থ পরিশোধ বা প্রতিশ্রুতির ভিত্তিতে হস্তান্তর করা হয়। এই প্রক্রিয়ায় ব্যাংক কোনো আর্থিক নিশ্চয়তা দেয় না, বরং শুধুমাত্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। এ ব্যবস্থাকে পরিচালিত করে ইউআরসি নিয়মাবলি।
ব্যাংক ও বাণিজ্য খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, এই নির্দেশনা ব্যাংকগুলোর জন্য সময়োপযোগী ও সহায়ক হবে। এলসি ভিত্তিক লেনদেনে ইউসিপি এবং বিক্রয়-চুক্তিভিত্তিক কালেকশন পদ্ধতিতে ইউআরসি অনুসরণ বাধ্যতামূলক করায় আমদানি-রপ্তানি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ আন্তর্জাতিক মান অনুযায়ী লেনদেনের নিরাপত্তা ও দক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।