টানা বৃষ্টিতে কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুণ, ভোগান্তিতে ভোক্তারা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৩৫ পিএম, ১১ জুলাই ২০২৫
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টানা তিন দিনের বৃষ্টিতে বেড়েছে কাঁচা মরিচের দাম। বাজারে সরবরাহ কমে যাওয়ায় এ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, আগারগাঁও তালতলা, কারওয়ান বাজার, পলাশী, রামপুরা, মালিবাগ ও হাজিক্যাম্পসহ বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। অথচ মাত্র তিনদিন আগেও এর দাম ছিল ৮০ থেকে ১৫০ টাকার মধ্যে।
পাইকারি বাজারেও মূল্যবৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে। সেখানে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ৩০০ টাকা কেজিতে, যেখানে তিন দিন আগেও দাম ছিল মাত্র ৬০ থেকে ১০০ টাকা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে এই বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাত কিছুটা কমলেও রোববার থেকে আবার বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে তারা।
বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে মরিচ চাষে ক্ষতি হয়েছে এবং সরবরাহ ব্যাহত হয়েছে, যার ফলে বাজারে ঘাটতি তৈরি হয়েছে। এতে দাম বেড়েছে অনেকটা। সেইসঙ্গে কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
ভোক্তারা জানান, সাধারণ সময়ে যেসব পণ্য তুলনামূলকভাবে সাশ্রয়ী ছিল, এখন তা কিনতেও হিমশিম খেতে হচ্ছে। কাঁচা মরিচের এমন দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি চাপে পড়েছে।