এনসিসি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত


15Feb Naeem/ncc bank.jpg

এনসিসি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখা প্রধান ও রিলেশনশীপ ম্যানেজারদের ব্যবসা 
পর্যালোচনা সভা সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে উক্ত সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির  আনাম ও মোহাম্মদ মিজানুর রহমান, ইভিপি ও হেড অব ক্রেডিট এডমিনিষ্ট্রেশন ডিভিশন  সাইফ উদ্দিন আহমেদ, ইভিপি ও চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান আলী তারেক পারভেজ এবং এসভিপি ও হেড অব এসএমই বিজনেস শরীফ মোহাম্মদ মহসীনসহ উক্ত অঞ্চলের ২৫টি শাখা ও  ১টি উপশাখার ব্যবস্থাপকবৃন্দ ও এসএমই রিলেশনশীপ ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, ব্যবসায়ের দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়নের 
উপর গুরুত্বআরোপ করেন এবং শাখা প্রধান ও রিলেশনশীপ ম্যানেজারদের চলতি বছরের বিবিধ 
চ্যালেঞ্জিং অবস্থাতেও বিভিন্ন সম্ভবনাময় ক্ষেত্রসমূহে নতুন নতুন ব্যবসা সম্প্রসারণের 
কৌশল নিয়ে আলোচনা করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×