সোনালী ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা


Feb 2025/Sonali Bank.jpg

২০২৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে ১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে সোনালী ব্যাংক পিএলসি। সব সূচকে অগ্রগতি ও লক্ষ্যমাত্রা নিশ্চিতকরণে নির্ধারিত ৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত ১০০ দিনে বার্ষিক লক্ষ্যমাত্রার অন্তত ৪০ শতাংশ অর্জনের নির্দেশনা দেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন এবং তা বাস্তবায়নে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি।

মো. শওকত আলী খান এই কর্মসূচির মাধ্যমে রেমিট্যান্স আহরণ, আমানতের প্রবৃদ্ধি, রপ্তানি বাণিজ্য, গ্রিন ব্যাংকিং, খেলাপি ঋণ আদায়, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নসহ সব সূচকে অগ্রগতি, লক্ষ্য অর্জন ও সর্বোচ্চ সেবা প্রদানের নির্দেশনা দেন এবং এ জন্য অর্জনের বিপরীতে পুরস্কার চালুর ঘোষণা দেন।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সব ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের সব জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার, মাঠ পর্যায়ের সব জিএম অফিস, প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখা প্রধান এবং সব শাখা ম্যানেজার অংশ নেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×