‘ব্রান্ডিং অ্যাওয়ার্ড ২০২৫’ পেল পূবালী ব্যাংক


‘ব্রান্ডিং অ্যাওয়ার্ড ২০২৫’ পেল পূবালী ব্যাংক

ব্রান্ডিং বাংলাদেশ কার্যক্রমে বিশেষ অবদান রাখায় পূবালী ব্যাংক পিএলসিকে ‘ব্রান্ডিং অ্যাওয়ার্ড ২০২৫’ দিয়েছে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)। 

শনিবার (১১ জানুয়ারি) “ব্রান্ডিং বাংলাদেশ” শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই 
অ্যাওয়ার্ড দেয়া হয়।

সেন্টার ফর এনআরবি এ কনফারেন্সের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের নিকট থেকে অ্যাওয়ার্ড নেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আহসান এইচ মনসুর, যুক্তরাজ্যের (টাওয়ার হ্যামলেট) স্পীকার সাইফুদ্দিন খালেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×