এনসিসি ব্যাংক ও ভিসার মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশীপ ঘোষণা


December 2024/NCC Visa.jpg

এনসিসি ব্যাংক সম্প্রতি ডিজিটাল পেমেন্টে বিশ্বের শীর্ষ স্থানীয় গ্লোবাল ব্র্যান্ড ভিসার সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশীপ চুক্তি করেছে। এর ফলে এনসিসি ব্যাংকের গ্রাহকরা ভিসা কার্ডের মাধ্যমে ডিজিটাল পেমেন্টের সেবাগুলো খুব সহজেই নিরাপদে ও সুবিধাজনক সময়ে ব্যবহার করতে পারবেন। 

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন ও ভিসার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, নেপাল ও ভুটান) সাব্বির আহমেদ চুক্তিতে সই করেন। 

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, মো. জাকির আনাম ও মোহাম্মদ মিজানুর রহমান, ইভিপি ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের প্রধান মোহাম্ম্দ মহিবুল্লাহ খান, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও হেড অব উইমেনস ব্যাংকিং নিগাত মমতাজ, এসভিপি ও হেড অব রিটেইল এন্ড ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস বিজনেস জোবায়ের মাহমুদ ফাহিম, এসভিপি ও আইটি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের প্রধান মো. সাজ্জাদুল ইসলাম, এসভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তৌহিদ হোসেন, ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা, ভিসার পরিচালক (মার্চেন্ট সেলস্ এন্ড অ্যাকুয়ারিং, সাউথ এশিয়া) আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় ভিসা এনসিসি ব্যাংকের মাধ্যমে যৌথভাবে বিভিন্ন উদ্ভাবনী পণ্য সেবা, প্রযুক্তিগত অগ্রগতি, প্রচারণামূলক কার্যক্রম এবং ভিসা কার্ডহোল্ডারদের আকর্ষণীয় ডিজিটাল সেবা দেবে। এই অংশীদারিত্বের ফলে এনসিসি ব্যাংকের গ্রাহকবৃন্দ উন্নত প্রযুক্তির আর্থিক সেবা পাবেন এবং নিরাপদ আর্ন্তজাতিক লেনদেনের মাধ্যমে তাঁরা বৈশ্বিক আর্থনৈতিক কাঠামোয় সংযুক্ত হতে পারবেন।
 
এম. শামসুল আরেফিন বলেন, ‘ভিসার সাথে এনসিসি ব্যাংকের এই অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের জন্য বিশ্বমানের ব্যাংকিং সেবা প্রদানে সহায়তা করবে; যা তাদেরকে অনায়াসে ও নিরাপদে বিশ্বব্যাপী আর্থিক লেনদেনের নিশ্চয়তা দেবে।’

সাব্বির আহমেদ দেশব্যাপী এনসিসি ব্যাংকের ভিসা কার্ডহোল্ডারদের বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা দেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ভিসা বাংলাদেশে ডিজিটাল কাঠামো তৈরীতে কাজ করছে এবং অংশীদারদের সাথে তাঁদের সর্বোত্তম গ্রাহকসেবা প্রদানে সচেষ্ট রয়েছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×