ছুটির দিনে জমজমাট হয়ে উঠেছে রিহ্যাব ফেয়ার


December 2024/Rehab 3.JPG

ছুটির দিনে জমজমাট হয়ে উঠেছে রিহ্যাব ফেয়ার ২০২৪। মেলার তৃতীয় দিন সরকারি ছুটি থাকায় বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরের পর থেকে ক্রেতা-দর্শনার্থীরা ঢুকতে থাকেন। মেলায় দেখে শুনে কেউ পছন্দের ফ্ল্যাট-প্লট বুকিং দিচ্ছেন,কেউ খোঁজখবর নিয়ে রাখছেন যেন আগামীতে ফ্ল্যাট বা প্লট কেনা যায়। বরাবরের মত ক্রেতা টানতে প্রতিষ্ঠানগুলোও প্লট-ফ্ল্যাট বুকিং দিলেই আকর্ষণীয় অফার দিচ্ছে। এর মধ্যে রয়েছে ভ্রমণ, গিফট কিংবা আর্থিক ছাড়। ফ্ল্যাট বুকিং দিলে দামে ছাড় দিচ্ছে কোন কোন প্রতিষ্ঠান।

এবারের মেলায় মোট ২২০টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত। সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলার প্রাঙ্গণ খোলা থাকবে। মেলায় প্রবেশে সিঙ্গেল টিকিট ৫০ আর মাল্টিপল টিকিটের মূল্য ১০০ টাকা।

মেলায় ফ্ল্যাট বুকিং দিলেই পাঁচ লক্ষ টাকা ছাড় দিচ্ছে আরমা রিয়েল এস্টেট লিমিটেড। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা তুলনামূলকভাবে কম লাভে ফ্ল্যাট বিক্রি করি।’

মেলা উপলক্ষে প্রতি ফ্ল্যাটে পাঁচ লক্ষ টাকা ছাড়ের কথা বলেন তিনি। 

ক্রিডেন্স হাউজিং লিমিটেডের টিম লিডার নাজমুল হুদা নাহিদ বলেন, ‘আমরা ক্রেতাদের জন্য বেশ কিছু নতুন প্রজেক্ট নিয়ে এসেছি। গুলশান, বনানী, ধানমন্ডি ও লালমাটিয়াসহ ৫২টি প্রকল্পে বিক্রয়যোগ্য ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে বেশ কিছু সেমি কন্ডোমোনিয়াম ও সব নাগরিক সুবিধাসহ প্রকল্প রয়েছে। মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তের জন্য ফ্ল্যাট প্রস্তত করে ক্রিন্ডেন্স হাউজিং।’ 

মেলায় দেশের সবচেয়ে বড় ভবন নিয়ে এসেছে ট্রপিক্যাল হোম্ লিমিটেড। ঢাকার মালিবাগে ৪৬ কাঠা জমির উপর ৫১ তলা ভবন তৈরি করছে এই প্রতিষ্ঠানটি। ভবনের ছয় তলা হবে বেজমেন্ট ও পুরোটাই কার পার্কিং। সম্পন্ন ভবন হবে বানিজ্যিক। ঢাকা ক্যান্টনমেন্ট, উত্তরা, টঙ্গী, বনশ্রী, মতিঝিল, ফকিরাপুল, আফতাবনগর, মাটিকাটা, বসুন্ধরা ও মিরপুরসহ ঢাকার বিভিন্ন লোকেশেন আবাসিক প্রকল্প করছে ট্রপিক্যাল হোমস্।

প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার রাকিব হোসেন বলেন, ‘মেলায় দারুন সাড়া পাচ্ছি আমরা।’

মেলায় ছাড় দেওয়ার কথাও বলেন তিনি। 
 
মেলায় অংশ নিয়েছে রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামানের প্রতিষ্ঠান জাপান গার্ডেন সিটি লিমিটেড। প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার মো. মাকসুদুর রহমান বলেন, ‘মেলায় পজিটিভ সাড়া পাচ্ছি।’

আজ ছুটির দিন হওয়ায় ক্রেতা সমাগম বেশ ভাল বলে জানান তিনি।

মেলায় ছোট ও মাঝারি ফ্ল্যাটের ১১টি চলমান প্রকল্প নিয়ে এসেছে এমএইচএম প্রপার্টিজ লিমিটেড। মিরপুর, কল্যানপুর, আফতাবনগর ও বসুন্ধরা আবাসিক এলাকায় বিভিন্ন সাইজ ও ধরনের ফ্ল্যাট রয়েছে তাদের। মেলা উপলক্ষে দশ শতাংশ ছাড় ও স্পট বুকিংয়ে এসিসহ বিভিন্ন ধরনের গিফট দিচ্ছে তারা। 

তৃতীয় দিন মেলা পরিদর্শন করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×