দেশের অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রকাশ সোমবার


দেশের অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রকাশ সোমবার

দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা কেমন, তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হবে আগামী সোমবার (২ ডিসেম্বর)। এর আগে রোববার (১ ডিসেম্বর) এই শ্বেতপত্রের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শ্বেতপত্র প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি দেবপ্রিয় ভট্টাচার্য্য জানান, আগামী রোববার (২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদনটি জমা দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকায় ইআরএফ মিলনায়তনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) আয়োজিত ‘বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও উন্মুক্ত বাজেট জরিপ ২০২৩’ ফলাফল প্রকাশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

দেবপ্রিয় আরও জানান, আগামী সোমবার (২ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে শ্বেতপত্রের ফল গণমাধ্যমকে জানানো হবে।

তিনি বলেন, ‘ব্যাংক ও জ্বালানিখাতে বেশি লুটপাট হয়েছে। এসব তুলে ধরা হবে শ্বেতপত্রে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×