এনসিসি ব্যাংকের উত্তর অঞ্চলের এসএমই রিলেশনশীপ ম্যানেজারদের সভা অনুষ্ঠিত


এনসিসি ব্যাংকের উত্তর অঞ্চলের এসএমই রিলেশনশীপ ম্যানেজারদের সভা অনুষ্ঠিত

এনসিসি ব্যাংকের উত্তর অঞ্চলের এসএমই রিলেশনশীপ ম্যানেজারদের সভা সম্প্রতি বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি এবং হেড অব সাসটেইনেবল ব্যাংকিং নিঘাত মমতাজ, এসভিপি ও হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন এএইচএম আবদুস সাদিক খান, ভিপি ও হেড অব সিআরএম-সিএমএসএমই মো. সোলায়মান-আল-রাজী, ভিপি ও উত্তর অঞ্চলের প্রধান মো. ওমর শরীফসহ উত্তর অঞ্চলের ১১টি শাখার ব্যবস্থাপক এবং এসএমই রিলেশনশীপ ম্যানেজার সভায় উপস্থিত ছিলেন।

সভায় শামসুল আরেফিন ব্যবসায়ের দীর্ঘ মেয়াদী ও টেকসই প্রবৃদ্ধির উপর গুরুত্বআরোপ করেন।

তিনি এসএমই রিলেশনশীপ ম্যানেজারদের বিভিন্ন নতুন নতুন ক্ষেত্রে সম্ভাবনাময় ব্যবসায়ের অর্থায়নের আহ্বান জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×