চট্টগ্রাম বন্দরে পূর্বের চেয়ে স্বচ্ছতা আনা হচ্ছে, দাবি চেয়্যারম্যানের


চট্টগ্রাম বন্দরে পূর্বের চেয়ে স্বচ্ছতা আনা হচ্ছে, দাবি চেয়্যারম্যানের

চট্টগ্রাম বন্দরের টার্মিনালগুলো পরিচালনা আরো স্বচ্ছতা আনছে কর্তৃপক্ষ। প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি করতে দরপত্র প্রক্রিয়াকে ঢেলে সাজানো হচ্ছে। এছাড়া, গেল তিন মাসে পূর্বের বছরের তুলনায় দশ শতাংশের বেশি কনটেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম মনিরুজ্জামান। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বন্দরের শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

দায়িত্ব গ্রহণের পর প্রথম বারের মত সংবাদ মাধ্যমের সামনে এসে বেশ কিছু সুখবরই দিলেন চবকের চেয়ারম্যান। ইতোমধ্যে বন্দরে জাহাজের গড় অবস্থান কাল চার দিন থেকে এক দিনে নামিয়ে আনা হয়েছে। কন্টেইনার জট সাড়ে ৪৫ হাজার থেকে ৩৪ হাজারে নামিয়ে আনা হয়েছে। বন্দরের টার্মিনাল পরিচালনায় অপারেটর নিয়োগকে আরো প্রতিযোগিতামূলক করে তুলতে শর্ত পরিবর্তন করছে কর্তৃপক্ষ।

মনিরুজ্জামান বলেন, ‘বন্দরের কার্যক্রমকে গতিশীল করতে অটোমেশন বাড়ানোর কাজ শুরু করা হয়েছে। ইতোমধ্যে বন্দরে মোবাইল ক্রেন, লো বেড ট্রেইলার, হেভী ট্রাক্টর কেনা হয়েছে। আরো কিছু যন্ত্রপাতিও কেনার প্রক্রিয়াধীন।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×