
বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটিকে কমিয়ে তিনটি করার নির্বাচন কমিশনের গেজেটকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়কে বহাল রাখলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আপিল বিভাগ বুধবার, ১০ ডিসেম্বর, এই সিদ্ধান্ত দেন। আদালত হাইকোর্টের পূর্ববর্তী রায় অনুযায়ী নির্বাচন কমিশনের গেজেটকে আইনগত ভিত্তিহীন হিসেবে চিহ্নিত করেছে।
এই আদেশ কার্যকর হওয়ায় বাগেরহাটের সংসদীয় আসন সংখ্যা চারটি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হলো। একই সময়ে গাজীপুরের পাঁচটি আসনও আগের মতোই বহাল থাকবে।