
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে থাকা ১৯০ শতাংশ জমি এবং দুটি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুদকের আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আখতারুল ইসলাম জানান, জব্দের মধ্যে থাকা দুটি গাড়ির মধ্যে একটির মূল্য ৭৩ লাখ টাকা। অন্যটির মূল্য ৮৮ লাখ ২২ হাজার ৫২৮ টাকা, যা বর্তমানে ধানমন্ডি থানা পুলিশের হেফাজতে রয়েছে। ১৯০ শতাংশ জমি ঢাকার আশুলিয়া, দোহার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত। এই জমির বাজার মূল্য প্রায় ৩ কোটি ১৮ লাখ ১৪ হাজার ৭০০ টাকা।
এর আগে দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক আফরোজা হক খান জমি ও গাড়ি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি ‘অসাধু উপায়ে’ জ্ঞাত আয়ের সঙ্গে মিল না থাকা ১৬ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৫৭৪ টাকার সম্পদ অর্জন ও দখল করেছেন। এছাড়া আটটি ব্যাংক হিসাবের মাধ্যমে ‘সন্দেহজনকভাবে’ ৫৫ কোটি ৯২ লাখ ৪৪ হাজার ৪৩৬ টাকা লেনদেন করেছেন।
দুদকের তদন্তে প্রকাশিত তথ্য অনুযায়ী, আসাদুজ্জামান খান কামাল তাঁর ‘অবৈধভাবে অর্জিত’ সম্পদ বিক্রি, হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। মামলাটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য এসব সম্পদ জব্দ করা অপরিহার্য। যদি এগুলো জব্দ না করা হয়, তবে সম্পদ বিক্রি বা হস্তান্তরের কারণে বিচার শেষে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না।