
সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও স্বচ্ছ করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাই স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন, এমনভাবে যে যেখানে সিন্ডিকেট আর কার্যকরভাবে কাজ করতে পারবে না।
খালিদ হোসেন উল্লেখ করেন, “সিন্ডিকেট করে হাজিদের জিম্মি করার প্রবণতা ছিল, এটা আমরা জিরো পয়েন্টে নিয়ে এসেছি। গত বছর আমি ৮ কোটি ২৮ লাখ টাকা হাজিদের ফেরত দিয়েছি এবং এই বছরও ফেরত দিতে পারব।”
তিনি এই মন্তব্যগুলো করেন বুধবার (১০ ডিসেম্বর) সকালে নাটোরে মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, “আমরা নিজেরাই বাড়ি ভাড়া করব। নিজেরা হজ পালন এজেন্সির সঙ্গে কথা বলেছি। হজটাকে আমরা সেবা হিসেবে নিয়েছি। এখানে যারা দুর্নীতি করবে, আমাদের হাতে যদি ধরা পড়ে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করব।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের আমেজ শুরু হয়েছে আমরা আশাবাদী ফেব্রুয়ারি মাসে অত্যন্ত উৎসবমুখোর পরিবেশে সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।”
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত এবং সিভিল সার্জন মুক্তাদির আরেফিন প্রমুখ।