
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংসদে আসন নিশ্চিত করা যদি আমাদের মূল লক্ষ্য হতো, তবে আগেই কোনো জোটে যোগদান করতাম। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, "আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন, আমরা কয়টা সিট পাব বা প্রত্যাশা করি। আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না। সিট কয়টা পাব বা পাব না এটা বিবেচনা করেও নির্বাচন করছি না। সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটে চলে যেতাম। তো নির্বাচনের লক্ষ্য কী?"
তিনি আরও বলেন, "আমাদের নির্বাচনের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী দিতে চাচ্ছি, যারা জনগণের কাছে যাবে, ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা করবে।"
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী পরিবেশ সন্তোষজনক নয়। বিভিন্ন স্থানে তাদের পোস্টার ভাঙা হচ্ছে, অস্ত্র প্রদর্শন দেখা যাচ্ছে, যা বিএনপি ও জামায়াত উভয়ের কাছ থেকে লক্ষ্য করা গেছে। এছাড়াও কিছু এলাকায় মাফিয়া ও ঋণ খেলাপিদের মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশন তাদের মনোনয়ন অনুমোদন করবে কি না, তার ওপর নির্ভর করবে পুরো নির্বাচনের পরিবেশ।
মানুষের ভালোবাসা উপেক্ষা করা যায় না উল্লেখ করে তিনি বলেন, এত মানুষ মনোনয়নপত্র কিনেছে এবং তারা চেয়েছে, এনসিপি এককভাবে নির্বাচনে অংশ নিক। "আমরা কম্প্রোমাইজ করতে চাইনি। তাই আমরা বিএনপি বা জামায়াতের সঙ্গে সমঝোতায় গিয়ে জোট করি নি," বলেন তিনি।
এনসিপি আহ্বায়ক আরও জোর দিয়ে বলেন, এবারের নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নয়, বরং গণভোটের নির্বাচন। "আপনারা অনেকে জিজ্ঞেস করেন, আমরা কয়টি সিট পাব। সিট পাওয়ার জন্য আমরা নির্বাচন করছি না। সেটি চাইলে আমরা বড় কোনও দলের সঙ্গে নির্বাচন করতাম।"
নাহিদ ইসলাম জোট প্রসঙ্গে বলেন, জোটের পরিধি বাড়তে পারে, তবে সিট নির্ধারণ হবে যোগ্যতার ভিত্তিতে, কোনো পক্ষের জন্য পূর্বনির্ধারিত নয়।