কপালে খারাপ আছে সবার মনে রাইখেন: পুলিশকে ইনু


কপালে খারাপ আছে সবার মনে রাইখেন: পুলিশকে ইনু

সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু সোমবার ঢাকায় প্রিজন ভ্যানে পুলিশের সঙ্গে তর্কে জড়ান। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে, যা উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৭ অক্টোবর সকাল ৯টা ১৮ মিনিটের দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে হাসানুল হক ইনুকে আদালতে আনা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল সেদিন। তবে দুদক প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আগামী ২ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেন।

দুপুর ১২টার দিকে আদালতের হাজতখানা থেকে ইনুকে আবার কারাগারে ফেরত নেওয়ার প্রস্তুতি চলছিল। এসময় পুলিশ সদস্যরা তাকে দ্রুত বের করতে চাইলে ইনু প্রশ্ন করেন, “ধাক্কান কেন?” জবাবে এক পুলিশ সদস্য বলেন, “ধাক্কাচ্ছি না।” পরে তাকে ধীরে ধীরে প্রিজন ভ্যানের দিকে নেওয়া হয়।

ভ্যানের কাছে পৌঁছে ইনু সামনের অংশে দাঁড়িয়ে থাকেন। পুলিশ তখন তাকে বলেন, “বসতে হবে।” জবাবে ইনু জানতে চান, “কর্তৃপক্ষ কী বলেছেন, দাঁড়িয়ে যেতে পারব না?” পুলিশ সদস্য বলেন, “হ্যাঁ, দাঁড়িয়ে যেতে পারবেন না।” তখন ইনু বলেন, “আপনি অর্ডার দেখান। খামাখা সিনক্রিয়েট করছেন কেন?” পুলিশ সদস্য আবারও বলেন, “আমাদের অর্ডার আছে।” তখন ইনু বলেন, “অর্ডার দেখান। কপালে খারাপ আছে সবার মনে রাইখেন।”

এরপর পুলিশ সদস্য সরে যান। কিছুক্ষণ পর দেখা যায়, প্রিজন ভ্যান চলন্ত অবস্থায় ইনু রড ধরে দাঁড়িয়ে আছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×