প্রয়াত সাবেক মন্ত্রী নাসিমের স্ত্রী-সন্তানসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:২৪ পিএম, ২৮ অক্টোবর ২০২৫
আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্ত্রী লায়লা আরজুমান্দ বানুসহ পরিবারের পাঁচ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক তানজির আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য চারজন হলেন— প্রয়াত নাসিমের ছেলে ও সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয়, অপর ছেলে তমাল মনসুর, জয়ের স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী এবং নাসিমের একান্ত সচিব মীর মোশাররফ হোসেন।
দুদকের পক্ষ থেকে উপপরিচালক আফরোজা হক খান এই পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, তানভির শাকিল জয় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করে নিজের ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন পরিচালনা করেছেন। এ বিষয়ে মানিলন্ডারিংয়ের অভিযোগে তিন সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
দুদক আরও জানায়, তদন্তকালে গোপন সূত্রে জানা গেছে— অভিযুক্তরা দেশ ত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহে বিলম্ব ঘটবে এবং অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।