আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: ১৩ আগস্ট আসামিপক্ষের শুনানি


আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: ১৩ আগস্ট আসামিপক্ষের শুনানি

আশুলিয়ায় ছয় তরুণকে হত্যার পর তাদের লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষের বক্তব্য শোনার জন্য আগামী ১৩ আগস্ট দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। তাদের সঙ্গে আরও ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান। রাষ্ট্রপক্ষ তাদের উপস্থাপন শেষ করার পর আসামিপক্ষ এক সপ্তাহ সময় চায়। ট্রাইব্যুনাল তাদের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ১৩ আগস্ট দিন নির্ধারণ করেন।

মামলার আটজন আসামিকে এদিন সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। অভিযুক্তরা হলেন: ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল হোসেন ও কনস্টেবল মুকুল।

২০২৪ সালের ৫ আগস্ট, সাভারের আশুলিয়ায় জুলাইয়ের আন্দোলনের সময় পুলিশের গুলিতে ছয় যুবক প্রাণ হারান। পরে তাদের মরদেহ একটি পুলিশ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে ফেলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের একজন তখনও জীবিত ছিলেন, কিন্তু তাকেও পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।

এ নির্মম ঘটনার পর ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×