১৫ পুলিশ হত্যা মামলার আসামির মৃত্যু


১৫ পুলিশ হত্যা মামলার আসামির মৃত্যু

সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে এনায়েতপুর থানা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু মারা গেছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা কারাগারের জেল সুপার এস এম কামরুল হুদা জানান, “আহমদ মোস্তফা খান উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি ও হার্টের সমস্যা নিয়ে ভুগছিলেন। আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।”

জেল সুপার আরও বলেন, বাচ্চু জুলাই আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা, অগ্নিসংযোগ এবং ১৫ পুলিশ নিহতের ঘটনায় দায়ী ছিলেন। এছাড়া তিনি চারটি হত্যা মামলার আসামি ছিলেন।
উল্লেখ্য, এনায়েতপুর থানায় হামলার ঘটনা ঘটেছিল ২০২৪ সালের ৪ আগস্ট। বাচ্চু ২০২৫ সালের ২৪ এপ্রিল থেকে সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×