সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু


সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০) মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর তাকে দ্রুত সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এ.এস.এম. কামরুল হুদা।

কারাগার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাচ্চু হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে পাঠায়, তবে চিকিৎসকদের চেষ্টার আগেই তার মৃত্যু ঘটে।

এনায়েতপুর দরবার শরীফ এলাকার এই প্রবীণ রাজনীতিক দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ দল) বেশ কয়েকজন নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

জেল সুপার এস. এম. কামরুজ্জামান জানান, আহমদ মোস্তফা খান বাচ্চু গত ২৪ এপ্রিল থেকে কারাগারে ছিলেন। এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যার মামলাসহ চারটি হত্যা মামলায় তিনি আসামি ছিলেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×