সরকারি চাল মজুত করেছিলেন আ.লীগ নেতা, অতঃপর...


সরকারি চাল মজুত করেছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

রংপুরের পীরগাছা উপজেলায় পরিত্যক্ত একটি ভবন থেকে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের ভিডাব্লিউবি (ভার্নারাবুল উইমেন বেনিফিশিয়ারি) প্রকল্পের ৭৫০ কেজি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ফজলুল হক নামে একজন আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের একটি পরিত্যক্ত ভবন থেকে চালগুলো উদ্ধার করা হয়। জানা গেছে, দণ্ডপ্রাপ্ত নেতা ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, ফজলুল হক তার বাড়ি সংলগ্ন ইটাকুমারী ইউনিয়ন পরিষদের পেছনের পরিত্যক্ত ভবনে গোপনে এই চালগুলো মজুত করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার এসআই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে অভিযান চালানো হয়। অভিযানকালে ৭৫০ কেজি চালসহ ওই নেতাকে আটক করা হয়।

পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং চালগুলো জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, “খাদ্যদ্রব্য মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ ও বিতরণ আইন ২০২৩-এর ধারা ৬ অনুযায়ী অভিযুক্তকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং চাল জব্দ করা হয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×