মিয়ানমার থেকে ছোড়া গুলি টেকনাফে এসে বিঁধল নারীর পায়ে
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশঃ ০১:১৩ এম, ২৬ অক্টোবর ২০২৫
মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল বাগগুনা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নারী ছেনুয়ারা বেগম, তিনি স্থানীয় বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে ছেনুয়ারার পায়ে আঘাত লাগে। এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে কুতুপালং হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
গুলিবিদ্ধ নারীর স্বামী আক্তার হোসেন বলেন, “আমার স্ত্রী শিশু সন্তান নিয়ে টেকনাফের লেদা থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছালে হঠাৎ মিয়ানমার দিক থেকে ছোড়া গুলি এসে তাঁর পায়ে লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আমরা এখন কক্সবাজারের পথে।”
এদিকে একই এলাকার বাসিন্দা মিজবা উদ্দিনের দোকানেও একটি তাজা গুলি এসে পড়েছে বলে জানা গেছে। তিনি বলেন, “বিকেলে মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি আমার দোকানে এসে পড়ে। পরে দোকান থেকে সেটি উদ্ধার করি এবং বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানাই।”
ঘটনার বিষয়ে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক বলেন, “হোয়াইক্যং সীমান্ত এলাকায় এক নারীর গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। জানা গেছে, তিনি প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে যাচ্ছেন।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, “হোয়াইক্যং এলাকায় একজন নারী গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”