ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে


ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ঢাকার ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের একটি ওষুধ উৎপাদন কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ৯ নম্বর ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ঘটনার পরপরই ধামরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এ ঘটনায় কোনো ব্যক্তি গুরুতর আহত হননি। তবে আগুনে ভবনের আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

ধামরাই ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। আমাদের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×