ঈদগাহ নিয়ে দ্বন্দ্বে মুখ দেখাদেখি ও বাজার বন্ধ দুই গ্রামের


ঈদগাহ নিয়ে দ্বন্দ্বে মুখ দেখাদেখি ও বাজার বন্ধ দুই গ্রামের

পাবনার চাটমোহরে একটি ঈদগাহ মাঠের মালিকানা নিয়ে দুই গ্রামের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। সরকারি জমিতে অবস্থিত এই মাঠকে নিজেদের বলে দাবি করছে আটলংকা গ্রামের বাসিন্দারা, তবে প্রতিবেশী বন্যাগাড়ি গ্রামের লোকজন সেই দাবি মানছে না। ফলে দুই গ্রামের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এখন চরমে, বন্ধ হয়ে গেছে পারস্পরিক যাতায়াত, এমনকি মুখ দেখাদেখিও বন্ধ।

ইউনিয়নের আটলংকা বাজারের পাশে সরকারি জমিতে থাকা ঈদগাহ মাঠটি বহু বছর ধরে দুই গ্রামের মানুষ একসঙ্গে ব্যবহার করে আসছিলেন। কিন্তু সম্প্রতি আটলংকার লোকজন দাবি তুলেছেন—মাঠটি একমাত্র তাদের গ্রামের সম্পত্তি। এ দাবি ঘিরে ক্ষোভে ফেটে পড়ে বন্যাগাড়ি গ্রামের বাসিন্দারা। গত ২ অক্টোবর এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে কয়েকজন আহত হন।

দীর্ঘদিনের বিরোধে আটলংকা বাজারের প্রায় ৩০টি দোকান ১৫ দিন ধরে বন্ধ রয়েছে। এর মধ্যে ২০টির মতো দোকান বন্যাগাড়ি গ্রামের ব্যবসায়ীদের। বর্তমানে কেউ অন্য গ্রামের বাজারে পা রাখছেন না; এমনকি আশপাশের এলাকায় চলাফেরাও বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা।

বাজার এলাকায় গিয়ে দেখা গেছে, অর্ধশতাধিক দোকানের বেশিরভাগই তালাবদ্ধ। পুরো বাজার এলাকা জনশূন্য, নেমে এসেছে এক অচলাবস্থা। ব্যবসায়ীরা জানিয়েছেন, ধারাবাহিক হুমকির কারণে দোকান খুলতে পারছেন না, ফলে অনেকেই অর্থকষ্টে পড়েছেন।

একজন ব্যবসায়ী ফজলুল হক বলেন, ‘সমস্যা প্রধানদের মধ্যে, ভোগান্তি হচ্ছে আমাদের। দোকান বন্ধ থাকায় ঋণের কিস্তি পর্যন্ত দিতে পারছি না।’

অন্যদিকে আটলংকা গ্রামের হারেস আলী অভিযোগ করেন, ‘আমাদের গ্রামের রাস্তা আটকে রাখা হয়েছে। এমনকি নারীদেরও স্কুলে যেতে বাধা দেওয়া হচ্ছে।’

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ‘ঈদগাহ মাঠের জায়গাটি সরকারি জমি। উপজেলা প্রশাসন সেখানে সরকারি সাইনবোর্ডও টাঙিয়েছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে, খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×