সচিবালয়ের সামনে মুখোমুখি অবস্থানে ‘আমরা জুলাই যোদ্ধা’-পুলিশ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৫:৫০ পিএম, ১৩ অক্টোবর ২০২৫

রাজধানীর সচিবালয়ের সামনে আজ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সংগঠন ‘আমরা জুলাই যোদ্ধা’র বিক্ষোভকে কেন্দ্র করে। সংগঠনটি রাষ্ট্রীয় স্বীকৃতি, সার্টিফিকেট প্রদান, এবং ১৯৭১ সালের গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভে নামে, যেখানে পুলিশের সঙ্গে একাধিকবার তাদের ধস্তাধস্তির পরিস্থিতি দেখা যায়।
সোমবার, ১৩ অক্টোবর দুপুর ১২টার দিকে সংগঠনের সদস্যরা জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন নিয়ে জড়ো হন। এরপর তারা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। এতে শুরু হয় কয়েক দফা উত্তেজনা।
সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম ইমন বলেন, ‘সরকারকে বারবার সময় দিলেও আমাদের দাবি মেনে নিচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা আবারও রাজপথে নেমে এসেছি।’
তিনি অভিযোগ করেন, ‘পুলিশ আমাদের কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করছে। এখন পর্যন্ত আমাদেরকে স্বীকৃতির উদ্যোগ নেওয়া হয়নি। বরং নানাভাবে জুলাইকে হেয় করার প্রবণতা দেখা যায়। আমরা আমাদের দাবি উল্লেখ করে স্মারকলিপি দিয়েছি। তবে দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।’
‘আমরা জুলাই যোদ্ধা’ দাবি করে আসছে, ১৯৭১ সালের জুলাই মাসে যারা নিরস্ত্র গণপ্রতিরোধে অংশ নিয়েছিলেন, তারা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গড়েছিলেন, কিন্তু দীর্ঘদিন ধরে তাদের ভূমিকা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাচ্ছে না।
পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে সরে যেতে বলা হলেও আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন। এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচলেও বিঘ্ন ঘটে।