দুই-তিন সপ্তাহ পর নির্বাচনী আমেজ জমে উঠবে: প্রেস সচিব


দুই-তিন সপ্তাহ পর নির্বাচনী আমেজ জমে উঠবে: প্রেস সচিব

বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে শিগগিরই নির্বাচনী উত্তেজনা ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষায়, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই নির্বাচনী পরিবেশ পুরোপুরি জমে উঠবে।

শুক্রবার, ১০ অক্টোবর বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

শফিকুল আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন আর কোনো সংশয় নেই। “ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, সব বাধা-সংশয় ধুয়েমুছে কেটে গেছে,” বলেন তিনি।

সাবেক সরকারের অধীনে ভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখব। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি।”

আসন্ন নির্বাচনকে দেশের ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন হিসেবে আখ্যায়িত করে শফিকুল আলম আরও বলেন, “এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে। ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। জামালপুর হালুয়াঘাটে দেখেছি নেতাদের প্যানা পোস্টার। দলগুলো যখন দুই-তিন সপ্তাহ পর থেকে প্রার্থীদের নাম দেওয়া শুরু করবে, তখন আরও নির্বাচনী পরিবেশ জমজমাট হয়ে উঠবে।”

এ সময় আলোচিত ফটোসাংবাদিক শহিদুল আলমের বিষয়ে এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব জানান, “আলোকচিত্রী শহিদুল আলম ইসরায়েল থেকে তুরস্কের একটি বিমানে ইস্তাম্বুলের পথে রয়েছেন। সার্বক্ষণিক তার খোঁজখবর রাখা হচ্ছে। ইস্তাম্বুলে পৌঁছালে তার সঙ্গে কথা বলে জানা যাবে; কবে বাংলাদেশে আসবেন।”

মতবিনিময় সভায় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×