ললিতা গুলশান মিতা
‘তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে’
- পাবনা প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:২৪ পিএম, ১০ অক্টোবর ২০২৫

রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ললিতা গুলশান মিতা।
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা এলাকায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণমিছিল পরবর্তী পথসভায় এসব কথা বলেন তিনি।
মহিলা দল নেত্রী ললিতা গুলশান মিতা বলেন, লড়াই, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে গত ১৭ বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি, সেই ত্যাগের বিনিময়ে এ দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করবে ইনশাল্লাহ। বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার ভিত্তিতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। এতে করে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। জননেতা তারেক রহমানের ৩১ দফা আমরা এদেশে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বিএনপির নেতাকর্মীদের বিগত ১৭ বছর মারধর, নির্যাতন ও মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে জেল-জুলুম খাটিয়েছে, তাদের ক্ষমা নেই। তাদের ক্ষমা করা হবে না।
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমি বিএনপির রাজনীতি করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান যাকে ঈশ্বরদী-আটঘরিয়া আসনে দলের মনোনয়ন দিবেন, আমি তাঁর পক্ষেই নির্বাচনের মাঠে নামবো। আমার একটাই টার্গেট- ধানের শীষকে বিজয়ী করা, এ দেশে জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, আল্লাহর রহমতে বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে আমি সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য পদের জন্য দলের কাছে আবেদন করবো। সেক্ষেত্রে দল যে সিদ্ধান্ত নেবে তা সানন্দে মেনে নেবো।
লিফলেট বিতরণ ও গণমিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য সানোয়ার হোসেন সান্টু, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, আশরাফুল ইসলাম, হায়দার আলী বাবু প্রমুখ।