তজুমদ্দিনে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক


তজুমদ্দিনে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

ভোলার তজুমদ্দিনে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ৯টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের বাশিগো পুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, ভোলা জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান বাপ্পীর নেতৃত্বে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন মোঃ মনির হোসেন (২১) ও মোঃ হৃদয় (২২), উভয়ের ঠিকানা হাটশশীগঞ্জ, তজুমদ্দিন, ভোলা।

তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারণী ১০(ক) ধারায় মামলা রুজু করে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×