ছাত্রদলে যোগ দিলেন ইউনিয়ন শিবির সভাপতি


ছাত্রদলে যোগ দিলেন ইউনিয়ন শিবির সভাপতি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. ফোরকান আহম্মেদ জিসান ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি থেকে সরে এসে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি নিজের এই রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ঘোষণা দেন।

জিসান জানান, এক বছর আগে তাকে চরবিশ্বাস ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে সংগঠনের আদর্শ ও কর্মকাণ্ড তার মনঃপুত না হওয়ায় তিনি পদত্যাগ করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগ দেন।

তিনি বলেন, ‘আমার সবসময়ই বিএনপি পছন্দ ছিল এবং শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালো লাগতো। তাই আমি ছাত্রশিবিরের রাজনীতি ছেড়ে ছাত্রদলে এসেছি। ইনশাআল্লাহ আমি আমৃত্যু এই দলের সঙ্গে থাকব। অন্য কোন দলে যাবো না।’

ছাত্রদলে তার যোগদানের বিষয়ে গলাচিপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. দুর্জয় রুবেল বলেন, ‘ছাত্রদলে যোগ দেওয়া মো. ফোরকান আহম্মেদ জিসান ভালো একটা ছেলে। তিনি আগে ছাত্রশিবিরের রাজনীতি করত, বিএনপির রাজনীতি ভালো লাগায় তিনি এখন ছাত্রদলের রাজনীতি করতে চাচ্ছে।’

তিনি আরও জানান, ‘আমরা তাকে স্বাগতম জানাচ্ছি এবং এই বিষয়ে পটুয়াখালী-৩ আসনের বিএনপির এমপি পদপ্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ভাইয়ের সঙ্গেও কথা হয়েছে।’

অন্যদিকে, ফোরকান আহম্মেদ জিসানের ছাত্রশিবির ত্যাগ এবং ছাত্রদলে যোগদানের বিষয়ে জানতে চাইলে গলাচিপা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. খায়রুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×