রাঙ্গুনিয়ায় ১৪ মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ তোফায়েল গ্রেফতার


রাঙ্গুনিয়ায় ১৪ মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ তোফায়েল গ্রেফতার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ তোফায়েল আহমেদ ওরফে তোলাইয়া (৫২) সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন। তিনি ওই এলাকার আলোচিত সন্ত্রাসী কামাল গ্রুপের প্রধান কামালের ছোট ভাই।

বুধবার (১ অক্টোবর) দুপুরে হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, তোফায়েল দীর্ঘদিন ধরে সরফভাটা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন। তার বিরুদ্ধে রাউজান, চন্দ্রঘোনা ও রাঙ্গুনিয়া থানায় খুন, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ও চুরিসহ মোট ১৪টি ফৌজদারি মামলা রয়েছে। গ্রেফতারকৃত তোফায়েল সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আবুল কালামের ছেলে।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অন্তর্গত টাস্কফোর্স-৪ (৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড) রাঙ্গুনিয়া সেনাক্যাম্প সরফভাটা এলাকা সহ পুরো উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে চিরুনি অভিযান চালাচ্ছে। সেনাবাহিনীর কঠোর নজরদারির কারণে তোফায়েল সম্প্রতি সরফভাটা এলাকা ত্যাগ করে হাটহাজারীর মদুনাঘাট এলাকায় আশ্রয় নিয়েছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত হওয়া মাত্র বুধবার দুপুরে তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে রাঙ্গুনিয়া দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানিয়েছেন, তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর পাশাপাশি নতুন অভিযোগগুলোকেও তদন্তের পর আইনি প্রক্রিয়ায় আনা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×